বেসরকারি উন্নয়ন সংস্থায় ৫১৫ জনের বিশাল নিয়োগ, আবেদন করবেন যেভাবে

 


জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী এবং সিলেট বিভাগে পৃথক চার পদে মোট ৫১৫ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আগামী ৩১ জানুয়ারি, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 
 

প্রতিষ্ঠানের নাম: শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন
পদের সংখ্যা: ৪ পদে ৫১৫ জন

 

পদের বিবরণ:

অন্যান্য সুযোগ–সুবিধা: ১ ও ২ নম্বর পদের জন্য চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের (পাহাড়ি এলাকায় অবস্থিত শাখায় কর্মরতদের জন্য) ক্ষেত্রে ১৫০০ টাকা করে আঞ্চলিক ভাতা প্রদান করা হবে; সংস্থার পলিসি অনুযায়ী দূরত্ব ভাতা ৭৫০ থেকে ২,৫০০ টাকা (নিজ জেলা থেকে কর্মস্থলের দূরত্ব অনুযায়ী); বৈশাখী ভাতাসহ বছরে দুটি উৎসব বোনাস; স্থায়ীকরণের পর সংস্থার পলিসি অনুযায়ী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ইনক্রিমেন্ট ও প্রমোশনের সুবিধা; কর্মীদের স্বাস্থ্য সুবিধাসহ দায়িত্বকালীন সময়ে দুর্ঘটনাজনিত চিকিৎসার প্রকৃত খরচ সংস্থা বহন করবে; কর্মকালীন মৃত্যুজনিত কারণে সব কর্মীর ক্ষেত্রে দুই লাখ টাকা পরিবারকে সহায়তা প্রদান; নারী কর্মীদের জন্য মাতৃত্বকালীন ছুটি ছয় মাস সবেতনে ও ছয় মাস বিনা বেতনে (প্রযোজ্য ক্ষেত্রে) এবং পুরুষ কর্মীদের জন্য পিতৃত্বকালীন ছুটি সাত দিন; কর্মীর সন্তানদের জন্য শিক্ষাবৃত্তির সুযোগ; সর্বোচ্চ ছাড়ে দেশের খ্যাতনামা ডায়াগনস্টিক সেন্টারে প্যাথলজিক্যাল টেস্ট এবং চিকিৎসার সুবিধা এবং নারী কর্মীদের জন্য সংস্থা থেকে প্রতি মাসে ১,২০০ টাকা সুরক্ষা ভাতা প্রদান করা হয়।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীকে তার পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি রঙিন ছবি, সব শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে আবেদনপত্রে চাকরির যোগদান ও শেষ কর্মদিবসের তথ্য উল্লেখ করতে হবে এবং অভিজ্ঞতার সনদ সংযুক্ত করতে হবে। এছাড়া জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং রেফারেন্স হিসেবে আত্মীয় নন এমন দু’জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা ও মুঠোফোন নম্বরসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে হবে। খামের ওপর অবশ্যই পদের নাম স্পষ্ট করে লিখতে হবে। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

 

জামানত: ১, ২ ও ৩ নম্বর পদের জন্য জামানত বাবদ ১৫,০০০ টাকা জমা দিতে হবে। যা পরবর্তীতে কর্মীকে ফেরত দেয়া হবে।

 

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: সিনিয়র ডিরেক্টর, এইচ আর ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজড উইমেন, বাড়ি নম্বর–৪, রোড নম্বর–১ (মেইন রোড), ব্লক–এ, সেকশন-১১, মিরপুর, পল্লবী, ঢাকা-১২১৬।

আবেদনপত্র পাঠানোর সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জানুয়ারি, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

 
চাকরির খবর © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum