নিয়োগ দেশে এনজিও সংস্থা মুক্তি



মুক্তি কক্সবাজার একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। সংস্থাটি দীর্ঘ ২৯ বছর যাবৎ কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান ও নোয়াখালী জেলায় দারিদ্র্য বিমোচনে সফলভাবে বিভিন্ন উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন করে আসছে। সংস্থা Pool Fund এর অর্থায়নে ও ব্র্যাক এর কারিগরী সহায়তায় নোয়াখালী জেলার হাতিয়া উপজেলার তাসনাচর রোহিঙ্গা ক্যাম্প “WASH” প্রকল্প বাস্তবায়ন করে আসছে। উক্ত কার্যক্রমে প্রকল্প মেয়াদে নিম্নবর্ণিত পদে নিয়োগের জন্য যোগ্য সম্পন্ন আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আবেদন করা যাচ্ছে। ক্রমিক নং: ১ পদের নাম: Field Facilitator - Hygiene Promotion বেতন ভাতা: ৩৫,০০০/- সহ প্রকল্পের অন্যান্য সুবিধাদি পদের সংখ্যা: ০১ জন (নারী) শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও বয়স: যে কোন বিষয় ন্যূনতম পাস। WASH কার্যক্রম বাস্তবায়নে কমপক্ষে ২ বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার প্রোগ্রাম (মাইক্রোসফট অফিস) ও ইন্টারনেট ব্রাউজিং এ দক্ষ হতে হবে। চট্টগ্রাম অঞ্চলের স্থানীয় বাসিন্দাদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৪৫ বছর। তাসনাচর অবস্থানে কাজ করতে হবে। শুধুমাত্র নারী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৭ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ে সম্পূর্ণ ভোলা ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র ও অভিজ্ঞতা সনদ পত্রের ফটোকপি, প্রার্থীর সম্পর্কে তথ্য দিতে পারবেন এক্স ৩ জন পূর্ববর্তী প্রতিষ্ঠানে কর্মরত রেফারীর নাম, ঠিকানা, ই-মেইল এবং প্রার্থীর মোবাইল নাম্বার উল্লেখসহ জীবনবৃত্তান্ত ব্যক্তিগতভাবে (প্রেসনার জন্য) অনুরোধ করা হচ্ছে। সাবমিট করার উপরের পদের জন্য আবেদন করতে হবে। যোগ্যতা সম্পন্ন নারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শুধুমাত্র যোগ্য প্রার্থীদের মোবাইল ফোনে যোগাযোগ করে পরীক্ষার অংশগ্রহণের জন্য জানানো হবে। পরীক্ষায় অংশ গ্রহণের জন্য কোন প্রকার টি/ডি/ডি প্রদান করা হবে না। (মুক্তি কক্সবাজার লিঃ বৈষম্য নিরসন এবং লিঙ্গ সমতা অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। মুক্তি কক্সবাজার নারী-পুরুষের সমান সুযোগ প্রদান বদ্বীপারিক। মুক্তি কক্সবাজার সুরক্ষা নিশ্চিতকরণে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করে। সকল কর্মী সংস্থার আচরণবিধি, যৌনশোষণ, নির্যাতন ও হয়রানি থেকে সুরক্ষা নীতি, মানবসম্পদ নীতি, জেন্ডার নীতি, শিশু সুরক্ষা নীতি এবং জালিয়াতি প্রতিরোধ নীতি মেনে চলতে বাধ্য।) পরিচালক- মানব সম্পদ বিভাগ মুক্তি কক্সবাজার মুক্তি ভবন, প্রধান কার্যালয়, গোলাদিঘির পাড়, কক্সবাজার। Email: Jobsmukticox@gmail.com

 
চাকরির খবর © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum