আন্তর্জাতিক সংস্থায় চাকরি, কর্মস্থল কক্সবাজার

 


ফ্রান্সভিত্তিক বেসরকারি উন্নয়ন সংস্থা এজেন্সি ফর টেকনিক্যাল কো-অপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (অ্যাকটেড) বাংলাদেশে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি কক্সবাজারে একটি প্রকল্পে ‘সিনিয়র অ্যাকাউন্টিবিলিটি টু অ্যাফেকটেড পপুলেশন অফিসার-মিল’ পদে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম পূরণ করে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।



পদের নাম: সিনিয়র অ্যাকাউন্টিবিলিটি টু অ্যাফেকটেড পপুলেশন অফিসার-মিল

পদসংখ্যা: ১

যোগ্যতা: সমাজবিজ্ঞান, ডেভেলপমেন্ট স্টাডিজ বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। হিউম্যানিটারিয়ান অপারেশনে অন্তত চার বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সিনিয়র অ্যাকাউন্টিবিলিটি বা প্রটেকশনে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হিউম্যানিটারিয়ান অ্যাফেয়ার্স বা প্রটেকশনে অ্যাডভান্সড সার্টিফিকেশন থাকতে হবে। কৌশলগত পরিকল্পনা ও প্রশিক্ষণের দক্ষতা থাকতে হবে। সমস্যা সমাধানের দক্ষতা থাকতে হবে। নেতৃত্বের সক্ষমতা থাকতে হবে। পিপল ম্যানেজমেন্ট, কো-অর্ডিনেশন ও যোগাযোগে দক্ষ হতে হবে। ডেটা ম্যানেজমেন্ট ও অ্যানালাইসিসে দক্ষ হতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় সাবলীল হতে হবে। রোহিঙ্গা ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ডেটা কালেকশন টুলস ও এমএস অফিস প্যাকেজের কাজ জানতে হবে। ডেটা কালেকশন, অ্যানালাইসিস ও রিপোর্ট রাইটিংয়ে অভিজ্ঞ হতে হবে। ফিল্ড ভিজিটের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: ফুলটাইম/ চুক্তিভিত্তিক

কর্মস্থল: কক্সবাজার

বেতন: ৮০,০০০-৮৫,০০০ টাকা।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই লিংক থেকে নির্ধারিত আবেদন ফরম ডাউনলোড করতে হবে। ফরমটি ইংরেজিতে পূরণ করে কভার লেটারসহ সিভি bangladesh.jobs@acted.org ঠিকানায় ই-মেইল করতে হবে। ই-মেইলের সাবজেক্টে ‘Application for Senior Accountability to Affected Population Officer – MEAL’ লিখতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।

আবেদনের শেষ সময়: ১০ জানুয়ারি ২০২৫।


 
চাকরির খবর © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum