কেয়ার বাংলাদেশে চাকরি


বেসরকারি সংস্থা কেয়ার বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি ঢাকায় ইউএসএআইডি বিজয়ী অ্যাকটিভিটি বিভাগে কর্মকর্তা নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
পদের নাম: অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট স্পেশালিস্ট
পদসংখ্যা: ১

 যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট/ম্যানেজমেন্ট/ডেভেলপমেন্ট স্টাডিজ/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বা এ ধরনের বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। ইনস্টিটিউশনাল ডেভেলপমেন্ট, সিস্টেম স্ট্রেনদেনিং অ্যান্ড অর্গানাইজেশনাল ম্যানেজমেন্টে অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ওডি অ্যাসেসমেন্ট, স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট, লিগ্যাল কমপ্ল্যায়েন্স, প্ল্যানিং অ্যান্ড সিস্টেম ডেভেলপমেন্টে দক্ষতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

কর্মস্থল: কেয়ার বাংলাদেশ ঢাকা অফিস


চাকরির ধরন: চুক্তিভিত্তিক

বেতন-ভাতা: মাসিক বেতন ১,৭৯,২৬৯ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস, অর্জিত ছুটি ভাতা, জীবন ও স্বাস্থ্যবিমা, কর্মজীবী মায়ের সুযোগ ও ডে-কেয়ারের সুযোগ আছে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের কেয়ার বাংলাদেশের চাকরি–সংক্রান্ত ওয়েবসাইটের এই (https://career.carebangladesh.org/care-recruitment/home/jobDetails/1337) লিংকে নিয়োগ–সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে Apply Online বাটনে ক্লিক করে আবেদন করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৬ ডিসেম্বর২০২৪

 
চাকরির খবর © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum