আন্তর্জাতিক সংস্থায় চাকরি, বেতন ৫০ হাজার, আছে বাসস্থানের সুযোগ


 আন্তর্জাতিক সংস্থা এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। সংস্থাটি বাগেরহাটে কর্মী নিয়োগ দেবে। আগ্রহী ব্যক্তিদের নির্ধারিত আবেদন ফরম পূরণ করে ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে।

পদের নাম: প্রজেক্ট কো-অর্ডিনেটর (গ্রিন প্রজেক্ট)

পদসংখ্যা: অনির্ধারিত

যোগ্যতা: অ্যাগ্রিকালচার/অ্যাগ্রিকালচারাল ইকোনমিকস অ্যান্ড রুলাল ডেভেলপমেন্ট/অ্যাগ্রিবিজনেস অ্যান্ড ম্যানেজমেন্ট/অ্যাগ্রিকালচারাল সায়েন্সে স্নাতক ডিগ্রি থাকতে হবে। কৃষি খাতে প্রজেক্ট কো-অর্ডিনেশন বা ব্যবস্থাপনায় অন্তত পাঁচ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ক্লাইমেট রেসিলিয়েন্ট অ্যাগ্রো-বেজড প্র্যাকটিস, ওয়াশ, রেইনওয়াটার হারভেস্টিং অ্যান্ড ফুড সিকিউরিটি বিষয়ে জানাশোনা ও অভিজ্ঞতা থাকতে হবে। সাংগঠনিক দক্ষতাসহ যোগাযোগে দক্ষ হতে হবে। প্রকল্প প্রস্তাব প্রস্তুতে পারদর্শী হতে হবে। আইসিটি বিষয়ে দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৫০ বছর

কর্মস্থল: এসওএস ইয়ুথ ভিলেজ কাম ট্রেনিং সেন্টার বাগেরহাট, খুলনা

বেতন ও সুযোগ-সুবিধা: মাসিক বেতন ৫০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)। এ ছাড়া পরিবারসহ থাকার বাসস্থানের সুযোগ আছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের কভার লেটার, পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদের কপি এবং দুটি রেফারেন্সসহ সিভি ডাকযোগে, সরাসরি বা কুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে। এই লিংকে নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য জানা যাবে।

সিভি পাঠানোর ঠিকানা: প্রজেক্ট ডিরেক্টর, এসওএস চিলড্রেন ভিলেজ খুলনা, ১১৩, শের-ই-বাংলা রোড, গল্লামারি, খুলনা-৯১০০।

আবেদনের শেষ সময়: ১০ ডিসেম্বর ২০২৪।

 
চাকরির খবর © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum