স্বপ্নের মত একটা রাত- সাফ চ্যাম্পিয়ন হয় উখিয়ার কন্যা রিপার অনূভুতি


সাফ নারী ফুটবলে টানা দ্বিতীয়বারের মতো শ্রেষ্ঠত্ব অর্জন করেছে বাংলাদেশ।  বুধবার (৩০ অক্টোবর) রাতে নেপাল কে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব নিজেদের মতো উদযাপন করছেন দলের সদস্যরা।


২০২২ সালে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা, সেসময় বিছানায় ট্রফি জড়িয়ে রেখে ঘুমন্ত লিওনেল মেসির একটা ছবি আলোড়ন তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে।


সেই ছবিটা এখন পরিণত হয়েছে ক্রীড়ায় শ্রেষ্ঠত্ব লাভের উদযাপনে ট্রেন্ডিং পোজ।  একইভাবে দক্ষিণ এশিয়ায় সেরা হওয়ার পর নিজেদের ফেসবুক একাউন্টে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সদস্যরা জানান দিচ্ছেন নিজেদের অর্জনের গল্প।


কক্সবাজারের উখিয়ার সোনারপাড়ায় জন্ম নেওয়া শাহেদা আক্তার রিপা বয়সভিত্তিক দলে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে এখন জাতীয় দলের নিয়মিত মুখ।


রিপা বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সকালে ট্রফি নিয়ে ঘুম ভাবের ছবি যুক্ত করে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে লিখেছেন, " আলহামদুলিল্লাহ। স্বপ্নের মত একটা রাত, যে রাতে ঘুমের সাথে চ্যাম্পিয়ন ট্রফিও ছিলো।"


"ইনশাআল্লাহ আজ দেশে আসবো" লিখে মাতৃভূমিতে বিজয়ী রুপে ফেরার বার্তাও শেষে জুড়ে দেন তিনি।

 
চাকরির খবর © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum