সেপ্টেম্বরে যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি

 


বুধবার সন্ধ্যায় দেশের আকাশে রবিউল আউয়াল মাসের চাঁদ দেখা গেছে। ঐদিন সরকারি অফিস-আদালত বন্ধ থাকবে। চলতি সেপ্টেম্বর মাসে মাত্র একদিনের ছুটি ম্যানেজ করতে পারলেই টানা চার দিন ছুটি কাটানোর সুযোগ পাবেন সরকারি চাকরিজীবীরা।

সেই হিসেবে আগামী সোমবার (১৬ সেপ্টেম্বর) দেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত হবে। তাই সরকারি সকল অফিস-আদালত বন্ধ থাকবে। আর এর আগে শুক্র ও শনিবার (১৩ ও ১৪ সেপ্টেম্বর) সাপ্তাহিক ছুটি। পরদিন রোববার (১৫ সেপ্টেম্বর) অফিস খোলা। এদিন ছুটি ম্যানেজ করতে পারলেই মিলবে টানা চার দিনের ছুটি।

এদিকে এর আগেও ঈদসহ বিভিন্ন দিবসে এমন সুযোগ পেয়েছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ ছাড়া ঈদে সড়কে চাপ কমাতে বিভিন্ন সময় নির্বাহী আদেশে ছুটি বাড়ানোর ঘটনাও রয়েছে।

 
চাকরির খবর © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum