নানা সুবিধাসহ আকর্ষণীয় বেতনে মানবিক সাহায্য সংস্থায় চাকরি

 


জনবল নিয়োগ দেবে স্বেচ্ছাসেবী মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)। প্রতিষ্ঠানটি তাদের ‘এরিয়া ম্যানেজার’ পদে ১০ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন আগামী ০২ জুন পর্যন্ত

প্রতিষ্ঠানের নাম : মানবিক সাহায্য সংস্থা (এমএসএস)

পদের নাম : এরিয়া ম্যানেজার

পদসংখ্যা : ১০টি

বয়স : কমপক্ষে ৪২ বছর

কর্মস্থল : বাংলাদেশের যে কোনো স্থানে

বেতন : ৩৮,০০০-৪৪, ৩০০ টাকা (মাসিক)

অভিজ্ঞতা : ১ থেকে ৮ বছর

বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ : ৬ মে, ২০২৪

কর্মঘণ্টা : ফুল টাইম

প্রার্থীর ধরন : নারী-পুরুষ (উভয়)

আবেদনের শেষ তারিখ : ২ জুন, ২০২৪

শিক্ষাগত যোগ্যতা : যে কোনো বিষয়ে স্নাতক/স্নাতকোত্তর/সমমান ডিগ্রি।

অন্যান্য সুবিধা : উৎসব ভাতা, মোবাইল বিল, বার্ষিক বেতনভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, কর্মী নিরাপত্তা তহবিল, মোটরসাইকেলের জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা (প্রযোজ্য ক্ষেত্রে)/ ভ্রমণ ভাতা। চিকিৎসা অনুদান, মৃত্যু/দুর্ঘটনাজনিত (বিমা সুবিধার ন্যায়) আর্থিক সহায়তা ও সন্তানদের জন্য শিক্ষা বৃত্তি, বাইসাইকেল/ মোটরসাইকেল ক্রয় বাবদ সুদবিহীন ঋণ সুবিধাসহ সংস্থার বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা প্রযোজ্য হবে।

যেভাবে আবেদন করবেন : আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

ঠিকানা : এসইএল সেন্টার (৩য় তলা), ২৯, পশ্চিম পান্থপথ, ঢাকা- ১২০৫

 
চাকরির খবর © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum