রোহিঙ্গা ক্যাম্পে বেসরকারি সংস্থা স্কাসের শিক্ষক নিয়োগ

 


সমাজ কল্যাণ ও উন্নয়ন সংস্থা (স্কাস) একটি বেসরকারী উন্নয়নমূলক সংস্থা হিসেবে ১৯৯৫ সাল থেকে দেশের বিভিন্ন এলাকার দরিদ্র জনগোষ্ঠীর আর্থিক, সামাজিক উন্নয়নে কাজ করছে। স্কাস ২০১৭ সাল থেকে বলপূর্বক মিয়ানমার থেকে বাস্তচ্যুত কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের মাঝে শিক্ষা, স্বাস্থ্য, শিশু সুরক্ষা, GBV এবং বিভিন্ন ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। ইউনিসেফের অর্থায়ন ও কারিগরি সহযোগীতায় রোহিঙ্গা শিশুদের শিক্ষা প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের জন্য নিম্নোক্ত পদসমূহে জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক জনবল নিয়োগ প্রদান করা হবে।



 
চাকরির খবর © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum