বেসরকারি সংস্থায় চাকরি, বেতন ৫৩ হাজার, কর্মস্থল রামু, কক্সবাজার

 


বেসরকারি উন্নয়ন সংস্থা সোশ্যাল অ্যান্ড ইকোনমিক এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম-সিপে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থাটি কক্সবাজারে ‘এমপাওয়ারিং উইমেন থ্রু স্ট্রেনদেনিং ওয়াস গভর্ন্যান্স সিস্টেম ইন রামু, কক্সবাজার’ প্রকল্পে মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার পদে একজন নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা সরাসরি, ডাকযোগে বা ই-মেইলে আবেদনপত্র পাঠাতে পারবেন।

  • পদের নাম: মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন অফিসার
    পদসংখ্যা:
    যোগ্যতা: সমাজবিজ্ঞান/ডেভেলপমেন্ট স্টাডিজ/অর্থনীতি/ইন্টারন্যাশনাল রিলেশনস/পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। মানবাধিকার ও উন্নয়ন প্রেক্ষিতে মিল অ্যান্ড কমপ্ল্যায়েন্ট রেসপন্স মেকানিজমে অন্তত তিন বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। ওয়াস সেক্টরে চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। কম্পিউটারে দক্ষতাসহ ওয়ার্ড প্রসেসিং, পাওয়ার পয়েন্ট, ডাটাবেজ, স্প্রেডশিট ও গ্রাফিকস প্রেজেন্টেশনে দক্ষ হতে হবে। কোবো/এক্সেল/অ্যাকসেস/এসপিএসএস/ওডিকের যেকোনো একটির কাজ জানতে হবে। রোহিঙ্গা শিবিরে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। কক্সবাজারের স্থানীয় ভাষা জানা থাকলে ভালো। ভ্রমণের মানসিকতা থাকতে হবে।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
কর্মস্থল: রামু, কক্সবাজার
বেতন: মাসিক বেতন ৫৩,১০০ টাকা

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের কভার লেটার, পূর্ণাঙ্গ সিভি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সব সনদসহ আবেদনপত্র সরাসরি, ডাকযোগে বা ই-মেইলে পাঠাতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে।


 
চাকরির খবর © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum