• Blockquote

    Mauris eu wisi. Ut ante ui, aliquet neccon non, accumsan sit amet, lectus. Mauris et mauris duis sed assa id mauris.

  • Duis non justo nec auge

    Mauris eu wisi. Ut ante ui, aliquet neccon non, accumsan sit amet, lectus. Mauris et mauris duis sed assa id mauris.

  • Vicaris Vacanti Vestibulum

    Mauris eu wisi. Ut ante ui, aliquet neccon non, accumsan sit amet, lectus. Mauris et mauris duis sed assa id mauris.

  • Vicaris Vacanti Vestibulum

    Mauris eu wisi. Ut ante ui, aliquet neccon non, accumsan sit amet, lectus. Mauris et mauris duis sed assa id mauris.

  • Vicaris Vacanti Vestibulum

    Mauris eu wisi. Ut ante ui, aliquet neccon non, accumsan sit amet, lectus. Mauris et mauris duis sed assa id mauris.

World Refugee Day 2025 Observed in Cox’s Bazar:


In commemoration of World Refugee Day 2025, a vibrant award ceremony honoring young participants in an essay and art competition themed “My Neighbor, My Friend” was held in the Rohingya camps in Cox’s Bazar today. Organized as a joint initiative of the Refugee Relief and Repatriation Commissioner (RRRC), the United Nations, and humanitarian agencies, the event honored both Rohingya refugees and local Bangladeshi youth with special recognition and prizes for their powerful written essays and art pieces. World Refugee Day, annually observed on 20 June, is a global commemoration to foster empathy and raise awareness about the plight of refugees around the world and recognize the communities that host them. Fittingly, this year’s World Refugee Day theme is “Solidarity with Refugees.” In alignment with this theme, the award ceremony took place today, Thursday (19 June 2025) at Camp-4 Darbar hall. Awards were presented to winners in the essay competition from both the Rohingya and local Bangladeshi communities: Fayazul Islam (Winner, English); Shoaib Bin Hasan (Winner, Bengali); Sarwar Shah (First Runner-up) and Mohammad Arz (Second Runner-up) Winners of the art competition were Ahmed Rafsan (First Prize); Fiona Nusaiba Juha (First Runner-up); Mohammad Shahad (Second Runner-up) The Secretary of the Ministry of Disaster Management and Relief, Mr. Mostafizur Rahman, attended the event and handed over the prizes to the winners. Also present were heads of UN agencies operating in Cox’s Bazar, representatives from partner organizations, and senior officials. With support from humanitarian agencies, the competition was organized to nurture and showcase the creativity and talent of local Bangladeshi and Rohingya refugee youth and children. Themed “My Neighbor, My Friend,” the competition began on 2 June and concluded on 14. It welcomed participants aged 8–16 years for art and 16–24 years for essay writing. The essay competition promoted messages of peace within and between the Rohingya and host communities, while the art competition conveyed the reason for why the Rohingya fled to Bangladesh and the importance of peaceful co-existence through visual storytelling. Participants also expressed their aspirations, resilience, and hope for the future. The winning essays will soon be published, in both English and Bengali, in national newspapers. Selected artworks will be displayed at the RRRC and ISCG offices. This celebration served as a heartfelt tribute to refugee youth, amplifying their voices and aspirations, while reaffirming the humanitarian community’s commitment to their dignity and potential. In his closing remarks, the Secretary of the Ministry of Disaster Management and Relief, Mr. Mostafizur Rahman, stated: "The Rohingya community must remember—you are not alone. Despite many challenges, the local host community continues to stand beside you." He further added, "We believe in justice and equality. This is our principle, and it will remain the same for the Rohingya community as well." The UNHCR Representative Ms. Yoko Akasaka said: Solidarity with refugees means listening to their stories, making space for their voices, and supporting them to find not just safety, but also belonging, purpose, and hope. Our message to refugees is clear: You are not forgotten. We stand beside you in support. IOM Chief of Mission, Lance Bonneau, said: " Bangladesh is a shining example when it comes to solidarity in action. The participants of this competition have portrayed the true picture of refugee life, their resilience and aspirations. I thank and congratulate them for that." The Refugee Relief and Repatriation Commissioner (RRRC), Mr Mizanur Rahman said, "We believe that the Rohingya community will –one day – return to their beloved homeland with dignity. The host community has continued to support them until now." ISCG Principal Coordinator Mr. David Bugden said, "From the very beginning, Bangladesh’s generous act of solidarity has enabled the Rohingya community to remain in Bangladesh. Alongside the government, international donors and other partners are also playing vital roles. We extend our sincere thanks and gratitude to all”. Since 2017, over one million Rohingya have been forcibly displaced from Myanmar and taken refuge in the camps of Ukhiya and Teknaf in Cox’s Bazar, Bangladesh. In this context, World Refugee Day, holds special significance for Bangladesh. Media Contact: Syed Md Tafhim, Communications Officer- ISCG; tafhim@iscgcxb.org; +8801850018235

কক্সবাজারে নার্স নিয়োগ দিচ্ছে গণস্বাস্থ্য কেন্দ্র

প্রয়োজনীয় বিষয়সমূহ শিক্ষাগত যোগ্যতা Bachelor of Science (BSc) in Nursing অভিজ্ঞতা সর্বনিম্ন ১ বছর অতিরিক্ত প্রয়োজনীয় বিষয়সমূহ বয়স ২৫ থেকে ৫০ বছর Ability to communicate in the Rohingya language (spoken Chittagong dialect) Working Experience in the Rohingya context with the Nutrition sector will add an extra advantage. চাকরির দায়িত্বসমূহ এবং কনটেক্সট Job Context GK was created in 1972 with two visions. Firstly, "the fate of the poor decides the fate of the country". Secondly, the "development of the country depends on the development of women". Since 2017, Gonoshasthaya Kendra (GK) and multiple Donors have entered in a partnership to respond to the Rohingya crisis in Cox Bazar & Bhasanchar. Job Location: Teknaf / Ukhiya (Cox's Bazar)/ Bhasanchar (Hatia, Noakhali)
Job Responsibilities: Ensuring the treatment of severe acute and moderate acute malnourished cases as per standard protocols and national guidelines. Verifying the anthropometric measurements of acute malnourished cases and enrolling in outpatient therapeutic or targeted supplementary feeding programs. Examine any medical complications among acutely malnourished children and refer to health facilities and stabilization centers if required Ensuring medication, supplementations, and therapeutic/supplementary feeding to acutely malnourished children as per protocol Support linkages to other services, particularly the IYCF Corners- Encouraging lactating mothers to use the IYCF corners. Ensuring follow-up home visits for the required beneficiaries with support and coordination with the outreach team and keeping the proper documentation. Ensuring that services are delivered with maximum efficiency and professionalism and that beneficiaries are treated with respect at all times Ensuring that caregivers understand the information on their child's progress as recorded in the cards.
Assisting in the Referral/transfer of sick patients and the safe handover of patients.
Filling up Nutrition Sector/GK authority provided registers, treatment, and beneficiary cards of OTP/TSFP/OTP Follow up components accurately and neatly, asking caregivers' questions as per the information required in the register. Responsible for maintaining excellent infection control standards at the facility level Flexibility in working hours because of the emergency nature of activities
Enable a friendly collaborative working culture within the team, actively sharing information and knowledge to enable the team to ensure effective learning and sharing across the team Support preparing and compiling monthly and weekly reports capturing the best practices. Ability to face workload and good time management
Language requirement: Bangla and Rohingya Refugee/ Cox's Bazar preferable employee shall respect Gonoshasthaya Kendra's & partner’s Conditions of Engagement Special Note: Carry out any additional assignment in accordance with her/his position entrusted by the clinic Manager of GK from time to time and mutually agreed upon; Management may, at any point of time, modify this job description as it is deemed necessary in Gonoshasthaya Kendra's interests in consultation with incumbent. প্রয়োজনীয় স্কিল এবং অভিজ্ঞতা Nurse কম্পেন্সেশন এবং অন্যান্য সুবিধাসমূহ Weekly 2 holidays, Insurance কর্মক্ষেত্র অফিসে চাকরির ধরন ফুল টাইম জেন্ডার শুধুমাত্র নারী কর্মস্হল Cox's Bazar (Teknaf, Ukhia) আবেদনের পূর্বে পড়ুন Only shortlisted candidates will be contacted for interviews. The initial contract will be until December 31, 2025. The selected candidates are expected to join by July 01, 2025 রিজিউমি পাঠানোর উপায় কোম্পানির তথ্যাবলী Gonoshasthaya Kendra, Cox's Bazar

পাকিস্তানের হাই কমিশনারের কক্সবাজারে 'কৌতুহলী' সফর

 


পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহম্মেদ মারুফ তিনদিনের সফরে কক্সবাজারে এসেছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮ টা ১৫ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট যোগে (ফ্লাইট নং-BS-159) তিনি কক্সবাজারে পৌঁছেন। কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে দায়িত্বশীল বিশেষ বাহিনীর এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।


ওই কর্মকর্তা জানিয়েছেন, পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহম্মেদ মারুফ তিনদিনের সফরে কক্সবাজারের উখিয়ায় অবস্থিত হোটেল সি-পার্লে উঠেন। তার সফর সঙ্গী হিসেবে রয়েছে গিয়াস উদ্দিন নামের একজন। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। তবে ওই কর্মকর্তা দাবি করেছেন, গিয়াসউদ্দিন তার গাড়ি চালক। 

সূত্র মতে, সর্বশেষ তিনি গেল ৬ ফেব্রুয়ারি একইভাবে একই হোটেল (হোটেল সি-পার্লে) স্বস্ত্রীক সফরে আসেন। দুইদিন থেকে কক্সবাজার ত্যাগ করে ছিলেন।

একটি সূত্র থেকে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহম্মেদ মারুফ সফরের অস্পষ্ট একটি কাগজ প্রতিবেদকের হাতে এসেছে। ওই কাজটি তেমন পড়া যাচ্ছে না। সফর সঙ্গীর তালিকায় গিয়াসউদ্দিনের নামটি স্পষ্ট পড়া যাচ্ছে। তার নামের পাশের একটি বাংলালিংক মুঠোফোন নাম্বার রয়েছে।

ওই নাম্বারে যোগাযোগ করা হলে মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

শুক্রবার কয়েকদফা কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মো. জসিম উদ্দিন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহম্মেদ মারুফ তিনদিনের সফরে কক্সবাজারে আসার সত্যাতা নিশ্চিত করেন। তবে তিনি তার সফর সম্পর্কে বিস্তারিত অবগত নন। তবে কক্সবাজার জেলা পুলিশের একটি টিম তার প্রটোকলে রয়েছে বলে দাবি করেন। পুলিশ কর্মকর্তা জসিম আরও বলেন, তার ( হাইকমিশনার) ব্যবহত গাড়িটি নষ্ট হওয়ায় শুক্রবার কোথাও যাননি।

শুক্রবার দুপুরে কথা হয় ইনানী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) দুর্জয় সরকারের সাথে।

তিনি বলেন, পাকিস্তানের হাই কমিশনার হোটেল সি-পার্লে অবস্থান নেয়ার খবর পেয়ে খোঁজ নিয়েছি। শুক্রবার দুপুর পর্যন্ত তিনি হোটেলেই ছিল। হোটেল কর্তৃপক্ষের বরাত দিয়ে তিনি বলেন, শনিবার তিনি দুপুরে হোটেল ত্যাগ করার কথা রয়েছে।

সূত্র মতে, চলতি বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহম্মেদ মারুফ চট্টগ্রাম, কক্সবাজার, রাজশাহী, রংপুর, ঝিনাইদহ সফর করেন।

ভারত-পাকিস্তানের মধ্যে চলমান যুদ্ধের মধ্যে পাকিস্তানের হাই কমিশনার সৈয়দ আহম্মেদ মারুফ কক্সবাজারে তিনদিনের সফর নিয়ে নানা 'কৌতুহল' দেখা দিয়েছে।

রানা প্লাজা ধসের এক যুগঃ রেশমা উদ্ধার ছিল সাজানো নাটক


 সাভারে রানা প্লাজা ধসের এক যুগ পূর্ণ হলো আজ। ২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধস বিশ্বের সবচেয়ে বড় শিল্পদুর্ঘটনার একটি। ওই দুর্ঘটনায় রানা প্লাজার কয়েকটি ফ্লোর ভেঙে পড়ে। প্রতিটি ফ্লোরেই ছিল গার্মেন্ট কারখানা। এতে এক হাজার ১৩৮ পোশাক শ্রমিকের করুণ মৃত্যু ঘটে; পঙ্গুত্ববরণ করেন এক হাজার ১৬৯ শ্রমিক। আর আহত হন প্রায় দুই সহস্রাধিক শ্রমিক।

সেদিনের সেই মর্মান্তিক দুর্ঘটনায় পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে পড়েছিল। আওয়ামী-সংশ্লিষ্টতার সুবাদে কোনোরকম নিয়মনীতির তোয়াক্কা না করেই ভবন নির্মাণের অভিযোগ ওঠে। হতাহত ও নিখোঁজদের ক্ষতিপূরণ বিতরণে ব্যাপক অনিয়ম হয়। আহতদের দাবি, তদন্ত করে দোষীদের শাস্তি ও পরিপূর্ণ ক্ষতিপূরণ প্রদান করা হোক।
রেশমা উদ্ধার ছিল সাজানো নাটক
ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর পোশাককর্মী রেশমা উদ্ধারের ঘটনাটি ছিল সাজানো নাটক। ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ায় এ নিয়ে মুখ খুলেছেন ধসেপড়া কারখানার আহত শ্রমিকরা। রেশমা উদ্ধারকে নাটক হিসেবে দেখছেন খোদ রানা প্লাজা দুর্ঘটনায় ভবনে চাপা পড়া এবং পরবর্তীতে উদ্ধার হওয়া শ্রমিকরা।
তাদের দাবি, ধ্বংসস্তূপের নিচে রেশমার জীবিত থাকার বিষয়টি একেবারেই হাস্যকর। উদ্ধারের সময় তাকে বেশ প্রাণবন্ত দেখা গেছে। গায়ে নতুন জামা পরিহিত ছিল। তাকে উদ্ধার করে সাভার সিএমএইচে নেওয়ার পরপরই সেখানে সেনাবাহিনীর বিশেষ হেলিকপ্টারযোগে পৌঁছান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে রেশমা উদ্ধার নিয়ে একাধিকবার সংবাদ সম্মেলন করা হয়। সে সময় এ নিয়ে যুক্তরাজ্যের ট্যাবলয়েড ‘মিরর’-এর অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়- রেশমা ১৭ দিন ধ্বংসস্তূপে চাপা থাকার পর উদ্ধার একটি নাটক ছিল।
চতুর্থ তলায় ফ্যান্টম অ্যাপারেলস কারখানায় সুপারভাইজার হিসেবে কাজ করতেন ঝিনাইদহ জেলার বাসিন্দা জুয়েল রানা। ভবন ধসের তিন দিন পর উদ্ধার হন তিনি। এ ঘটনায় তার মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। এখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি। তিনি বলেন, আমি তিন দিন ধ্বংসস্তূপের ভেতরে ছিলাম। খাবার পানি, অক্সিজেন, আলো-বাতাস কিছুই ছিল না। ছিল মৃত্যুযন্ত্রণায় ছটফট করা মানুষের আহাজারি। প্রতি মুহূর্তে মনে হয়েছে এই বুঝি মরে গেলাম। আমাকে অচেতন উদ্ধার করা হয়। তিনি মনে করেন, এমন পরিবেশে রেশমা ১৭ দিন ধ্বংসস্তূপে চাপা থাকার পর উদ্ধার হাস্যকর ও নাটক।
একদিন পর উদ্ধার হওয়া শ্রমিক মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার দুর্গাপুরের বাসিন্দা মাহমুদুল হাসান হৃদয় বলেন, রেশমার উদ্ধার ছিল স্বৈরাচারী সরকারের নাটক। তিনি ভবনের ৮ তলায় নিউ ওয়েভ স্টাইল লিমিটেড কারখানায় কোয়ালিটি ইন্সপেক্টর হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনায় ২২ ঘণ্টা ভবনের ধ্বংসস্তূপে চাপা পড়ায় মেরুদণ্ড ও বুকের পাঁজর ভেঙে গেছে। মাথায় গুরুতর আঘাত পেয়েছেন। তার চেহারা অন্যরকম হয়ে গিয়েছিল। তিনি বলেন, রেশমা উদ্ধার নাটকের সময় তার চেহারায় কোনো পরিবর্তন ছিল না।
অনুরূপ মনে করেন একদিন পর উদ্ধার হওয়া শ্রমিক ধামরাইয়ের সোয়াপুর ইউনিয়নের ভাদালিয়া গ্রামের বাসিন্দা শিউলী বেগম, চতুর্থ তলায় ফ্যান্টম অ্যাপারেলসের মেইনটেন্যান্স কর্মকর্তা এবং ধ্বংসংস্তূপ থেকে একদিন পর উদ্ধার হওয়া সৈয়দ শাহাদাৎ হোসেন সোহানসহ আরো অনেকে।
রেবেকা আজ নিজেই অচল
এক সময় শ্রম দিয়ে পোশাকশিল্পকে বাঁচিয়ে দেশের অর্থনীতি সচল রাখলেও আজ নিজেই চলতে পারেন না রানা প্লাজা ধসের ঘটনায় দুই পা হারানো দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউনিয়নের বারাইহাট এলাকার রেবেকা খাতুন (৩৫)। তিনি ওই গ্রামের রাজমিস্ত্রি মোস্তাফিজার রহমানের স্ত্রী।
দুই পা হারিয়ে কর্মহীন হয়ে বাড়িতে বসেই সময় কাটছে তার। দুর্ঘটনার পর অনেক অনিয়মের মধ্যে কিছু টাকা পেলেও এ পর্যন্ত আটবার করাতে হয়েছে কাটা পায়ের অপারেশন। আবারও অপারেশনের তাগিদ দিয়েছেন ডাক্তার। দুর্ঘটনার পর নিখোঁজ মা ও দাদির লাশটুকুও পাননি রেবেকা। সেদিনের দুর্ঘটনায় নিখোঁজ হন তার মা চান বানু, দাদি কোহিনুর বেওয়া। তালিকায় নাম না থাকায় ক্ষতিপূরণ পায়নি রেবেকার মা ও দাদির পরিবার।
সেই ঘটনা বর্ণনা করে রেবেকা বলেন, ২৩ এপ্রিল রানা প্লাজায় ফাটল দেখা দিলে বিকাল ৪টায় সবাইকে ছুটি দিয়ে দেয় গার্মেন্ট কর্তৃপক্ষ। পরদিন বিল্ডিং ফাটলের কারণে কাজে যোগ দিতে না চাইলে বেতন-ভাতাসহ ওভারটাইমের টাকা বন্ধ করে চাকরিচ্যুত করার হুমকি দেওয়া হয়। চাকরি হারানোর ভয়ে অন্যান্য শ্রমিকের মতো রেবেকাও সেদিন বাধ্য হয়ে কাজে যোগ দেন। ফলে বরণ করেন এমন পরিণতি।
অনিয়মের কথা তুলে ধরে রেবেকা খাতুন বলেন, সরকারি নিয়ম অনুযায়ী এক পা হারানো ব্যক্তিরা ১০ লাখ ও দুই পা হারানো ব্যক্তিরা ক্ষতিপূরণ বাবদ ১৫ লাখ টাকা পাওয়ার কথা। কিন্তু সে সময় ১৫ লাখ টাকার স্থলে তথ্য ভুলের কারণে পেয়েছি ১০ লাখ টাকার সঞ্চয়পত্র। সেই সঞ্চয়পত্রের লভ্যাংশ প্রতি মাসে ৯ হাজার ১০০ টাকা করে পাচ্ছি।
সেদিনের দুর্ঘটনায় নিখোঁজ হন উপজেলার কাজিহাল ইউনিয়নের ডাঙ্গা গ্রামের আতাউর রহমানের স্ত্রী গুলশানে জান্নাত (শাবানা)। তখন তার বয়স ছিল ২৭ বছর। গুলশানে জান্নাত শাবানার স্বামী আতাউর রহমান জানান, শাবানা রানা প্লাজার ষষ্ঠতলায় সুইং অপারেটর হিসেবে কাজ করত।
প্রতিদিনের মতো শাবানা ওইদিন রানা প্লাজায় কাজ করতে যায়। এরপর ঘটে সেই ভয়াবহ দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাইনি। তবে নিখোঁজ তালিকায় শাবানার নাম ছিল। সেই সূত্র ধরে ওই সময় ১৩ লাখ টাকা ক্ষতিপূরণ পেয়েছি

রেড ক্রিসেন্ট সোসাইটিতে নিয়োগ, বেতন এক লাখ ১০ হাজার টাকা


 বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‘ক্যাম্প ম্যানেজার’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ মার্চ পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি

পদের নাম: ক্যাম্প ম্যানেজার

পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর
অভিজ্ঞতা: ০৫ বছর
বেতন: ১১০,০০০ টাকা

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: নির্ধারিত নয়
কর্মস্থল: নোয়াখালী (হাতিয়া)

আবেদনের নিয়ম: আগ্রহীরা The Bangladesh Red Crescent Society এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২৭ মার্চ ২০২৫ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন


বেসরকারি এনজিওতে চাকরি, বেতন ৯০ হাজার,কর্মস্থল কক্সবাজার

 


জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ। কক্সবাজারে একটি প্রকল্পে মেন্টাল হেলথ সাইকোসোশ্যাল সাপোর্ট (এমএইচপিএসএস) স্পেশালিস্ট পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২২ মার্চ। 

পদের নাম: মেন্টাল হেলথ সাইকোসোশ্যাল সাপোর্ট (এমএইচপিএসএস) স্পেশালিস্ট

অন্যান্য যোগ্যতা: সাইকোলজিক্যাল ফার্স্ট এইডে প্রশিক্ষণসহ বেসিক সাইকোসোশ্যালে দক্ষ হতে হবে

এক্সপ্রেসিভ/ক্রিয়েটিভ থেরাপির অভিজ্ঞতা থাকলে ভালো
ইংরেজি ভাষায় যোগাযোগে সাবলীল হতে হবে
চট্টগ্রামের স্থানীয় ভাষা জানা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে
সাংগঠনিক দক্ষতা থাকতে হবে
মাইক্রোসফট অফিস, বিশেষ করে আউটলুক, ওয়ার্ড, এক্সেল ও পাওয়ার পয়েন্টের কাজ জানতে হবে


বয়সসীমা: সর্বোচ্চ ৪০ বছর (তবে অত্যধিক অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযোগ্য) 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক (নবায়নযোগ্য)

কর্মস্থল: উখিয়া, কক্সবাজার

বেতন: ৯০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এই লিংকে ক্লিক করুন 
এছাড়া caritasrecruitment2023@gmail.com ঠিকানায় সিভি মেইল করেও আবেদন করা যাবে
নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে জানা যাবে

আবেদনের সময়সীমা: ২২ মার্চ, ২০২৫

রেড ক্রসে নিয়োগ বিজ্ঞপ্তি,

প্রতিষ্ঠানের নাম: ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট সোসাইটি (আইএফআরসি)
পদের নাম: অ্যাডমিন এবং এইচআর সহকারী
বিভাগ: ব্রিটিশ রেড ক্রস অব আইএফআরসি বাংলাদেশ ডেলিগেশন
পদসংখ্যা: ০১টি 

 শিক্ষাগত যোগ্যতা: মানবসম্পদ, ব্যবসায় প্রশাসন অথবা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি। 

অন্যান্য যোগ্যতা: ইংরেজিতে মৌখিক এবং লিখিত যোগাযোগ দক্ষতা। এইচআর সফটওয়্যার এবং মাইক্রোসফট অফিস (ওয়ার্ড, এক্সেল, পাওয়ারপয়েন্ট, আউটলুক) ব্যবহারে দক্ষতা।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে


চাকরির ধরন: চুক্তিভিত্তিক 

কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: উৎসব বোনাস, জীবন ও চিকিৎসা বিমা, প্রভিডেন্ট ফান্ড, গ্রাচুইটি, পরিবহন ভাতা, মোবাইল ও ইন্টারনেট ভাতা, কর্মী এবং নিকটাত্মীয়দের জন্য বার্ষিক ৭০,০০০ টাকা পর্যন্ত চিকিৎসা খরচ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৭ মার্চ ২০২৫

ব্র্যাকে চাকরি, পাবেন প্রভিডেন্ট ফান্ড ও বিমা


 ব্র্যাক এন্টারপ্রাইজ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির নার্সারি বিভাগ অফিসার পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ১২ মার্চ থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২২ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। 



প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক এন্টারপ্রাইজ
পদের নাম: অফিসার
বিভাগ: নার্সারি (ব্র্যাক নার্সারি এন্টারপ্রাইজ)
পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি (কৃষি/বনবিদ্যা/উদ্যানবিদ্যায় বিএসসি থাকলে অগ্রাধিকার দেয়া হবে)। 
অন্যান্য যোগ্যতা: কৃষি ভিত্তিক সংস্থাগুলো (কৃষি প্রক্রিয়াকরণ/বীজ/জিএম) কাজের দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ১ বছর, তবে অভিজ্ঞতা ছাড়াও আবেদন করতে পারবেন।


চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: দেশের যেকোনো স্থানে 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: স্বাস্থ্য ও জীবন বিমা, উৎসব বোনাস, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি এবং আরো অন্যান্য সুবিধা নীতিমালা অনুযায়ী। 

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২২ মার্চ ২০২৫

 
চাকরির খবর © 2011 | Designed by RumahDijual, in collaboration with Online Casino, Uncharted 3 and MW3 Forum